বিজ্ঞাপন

‘বিদ্যুৎ থাকবে না’ গুজবে সর্তক থাকার আহবান

July 24, 2019 | 8:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মাসেতুতে শিশুর মাথা লাগবে এমন গুজবের পর এবার বিদ্যুৎ না থাকার গুজব ছড়ানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়ানো বিদ্যুৎ না থাকার গুজব থেকে সর্তক থাকতে ও কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

দেশের কোথাও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা নেই উল্লেখ করে বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস ওই বিজ্ঞপ্তিতে জানান, ‘বিদ্যুৎ থাকবে না’ বলে গুজব ছড়ানো হচ্ছে এমন ঘটনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নজরে এসেছে। একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব।

এছাড়া গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস।

বিজ্ঞাপন

তিনি জানান, চাহিদার বিপরীতে গত মঙ্গলবারও ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। বুধ ও বৃহস্পতিবার বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।

সারাবাংলা/এইচএ/এমআই

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন