বিজ্ঞাপন

আমার ক্ষুদ্র সঞ্চয়ই এ ছবির বিনিয়োগ: মৃত্তিকা গুণ

July 25, 2019 | 2:42 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত ‘কালো মেঘের ভেলা’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন তারই মেয়ে মৃত্তিকা গুণ। শিশুতোষ এই উপন্যাসটির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। উপন্যাসের নামেই নামকরণ করা হয়েছে ছবির নাম।

বিজ্ঞাপন

এটি মূলত স্বল্পদৈর্ঘ্য শাখায় সরকারি অনুদানপ্রাপ্ত ছবি। প্রথমে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেলেও, পরবর্তীতে তা বড় করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেয়া হয়।

স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্যে রূপান্তরের কারণ জানতে চাইলে মৃত্তিকা গুণ বলেন, ‘আমি যখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করি তখন মনে হয়েছে আরও অনেক কিছু দেখানোর বাকি ছিল সিনেমাটিতে। শহরের পথশিশু গ্রামে গিয়ে কি ধরনের বাধা–বিপত্তি আর প্রতিবদ্ধকতার সম্মুখিন হতে হয় তা স্বল্প পরিসরে দেখানো সম্ভব না। এজন্য মূলত ছবিটি বড় পরিসরে নির্মাণ করেছি।’


আরও পড়ুন :  মনি রত্নমের নতুন ছবিতে ঐশ্বরিয়া


তিনি আরও বলেন, ‘আমি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ শেষে অনেক আগেই মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তারপর নিজে অল্প অল্প করে টাকা গুছিয়ে সিনেমাটি নির্মাণ করেছি একেবারে নিজের মতো করে।’

বিজ্ঞাপন

ঢাকার রেল স্টেশনের এক পথশিশুর সংগ্রামী জীবন নিয়ে এই ছবির কাহিনী গড়ে উঠেছে। ঘটনাক্রমে একদিন সে ট্রেনে উঠে অজানা উদ্দেশ্যে রওনা দেয়। নেমে পড়ে অচেনা এক গ্রামে। কাজের সন্ধান করে সেখানে। গ্রামে সে নানা প্রতিবদ্ধকতার সম্মুখিন হয়।

মা ও ছেলের সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও আপন। এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কবির গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুলাই) দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে ‘কালো মেঘের ভেলা’। কম সিনেমা হলে মুক্তি পাওয়া প্রসঙ্গে মৃত্তিকা গুণ বলেন, ‘এটি গল্প নির্ভর ছবি। বাংলাদেশের মানুষরা যেরকম ছবি দেখে অভ্যস্ত সেরকরম ছবি না। সেকারণে মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে যদি ছবিটি দর্শকের ভালো লাগে তাহলে হয়ত হলসংখ্যা বাড়বে।’


আরও পড়ুন :

.   মাহির ‘স্বপ্নবাজী’

.   এক লাফে ৭ থেকে ৪০ কোটি!


সারাবাংলা/আরএসও/পিএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন