বিজ্ঞাপন

ভিয়েতনামে গাড়ি থেকে মিলল ৭ মৃত বাঘ

July 26, 2019 | 5:38 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি গাড়ি থেকে সাতটি বাঘের হিমায়িত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ ঘটনায় জড়িত সন্দেহে বন্যপ্রাণি পাচারকারী সিন্ডিকেটের তিনজনকে আটক করেছে পুলিশ। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

অনেকদিন ধরেই ভিয়েতনামের কর্তৃপক্ষ প্রতিবেশী দেশ লাওস থেকে বন্যপ্রাণি পাচারকারী এই সিন্ডিকেটকে নজরদারীর মধ্যে রেখেছিল। স্থানীয় কং এন নাহান ডান পত্রিকার তথ্যানুসারে, পার্কিং লটে একটি গাড়ির ভেতর থেকে সাতটি বাঘের হিমায়িত মরদেহ উদ্ধার করা হয়। আটক তিন ব্যক্তি ঐ গাড়ির আরোহী ছিলেন।

উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে সাতটি বাঘশাবক পাচারকারী সিন্ডিকেটের কবলে পড়েছিল।

বাঘশাবকগুলো বন থেকে ধরা হয়েছিল নাকি লাওসের অবৈধ বাঘের খামার থেকে আনা হচ্ছিল সে ব্যাপারে তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। বৃহত্তর এশিয়ায় বাঘের মাংস এবং অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা মেটানোর জন্য লাওসে অবৈধভাবে কিছু বাঘের খামার গড়ে উঠেছে।

বিজ্ঞাপন

বন্যপ্রাণির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বড় বাজার ভিয়েতনাম। এছাড়াও চীনে পাচারের অন্যতম রুট হিসেবে ভিয়েতনামকে ব্যবহার করা হয়। শুধু বাঘই নয়,হাতি এবং গন্ডারের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গও এই রুটে পাচার হয়ে থাকে।

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন