বিজ্ঞাপন

‘যদি দুর্নীতি করতেই হয় তাহলে হজ করে কি লাভ’

July 27, 2019 | 4:41 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, হজ পালন শেষে আর দুর্নীতি করবেন না। যদি দুর্নীতি করতেই হয় তাহলে হজ করে কি লাভ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নতুন ভ্যাট আইনের ওপর সচেতনতামূলক কর্মশালা উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘এনবিআর কর্মকর্তারা ভ্যাট বা ট্যাক্স আদায় করতে গিয়ে বলবেন, মেশিন নষ্ট আমাদের সাথে সমঝোতায় আসুন। আপনারা (ব্যবসায়ী) আর কেউ অনৈতিক কোনো সুবিধা দেবেন না। আমাদেরকে বলে দেন কারা কারা অনৈতিক সুবিধা নেয়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। ইসিআর মেশিন নষ্ট বলে অনেক কাহিনী হয়েছে। কিন্তু ইএফডি মেশিন নষ্ট হলে সেটা তাদেরকেই ঠিক করতে হবে। সুতরাং ভালো করে রাখার দায়িত্বটা ব্যবসায়ীদের। ’

তিনি আরও বলেন, ‘নতুন ভ্যাট আইনে অনেক সংশোধনী এনে সেটা বাস্তবায়ন করা হচ্ছে। ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন রেট করা হয়েছে। যাতে করে কোনো ব্যবসায়ীদের অসুবিধা না হয়। সরকারের বাজেটের আকার বাড়ছে। বিদেশি সহায়তার পরিমাণ কমেছে। টোটাল জিডিপির ২ শতাংশ এখন বিদেশি সহায়তা। এখন ট্যাক্স নিয়ে বিতর্কের কিছু নেই। ব্যবসায়ীদের জন্য কাস্টমস ডিউটিতে অনেক ছাড় দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘পণ্যবাহী গাড়ি আটকাতে বা হয়রানি করতে পুলিশকে অনুমতি দেওয়া হয়নি। এটা পুলিশের দুর্বলতা।’

কর্মশালায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওসামা তাসীর বলেন, ‘উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানির ওপর অগ্রিম কর অব্যাহতি ১০ শতাংশ, ৭ শতাংশ, ৭.৫ শতাংশ ও ৫ শতাংশ ভ্যাট প্রদান করলেও ভ্যাট রিবেট প্রদান এবং জীবনরক্ষাকারী ওষুধ ভ্যাটের আওতামুক্ত রাখার অনুরোধ জানাচ্ছি। আর সেটা না হলে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। আমরা ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স দিতে চাই। কিন্তু তা প্রদানের ক্ষেত্রে হয়রানিমুক্ত পরিবেশ চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনবিআরের মূসক বাস্তবায়ন ও আইটি সদস্য শাহনাজ পারভীন, ডিসিসিসিআই’র আয়কর উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া, ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জাকির হোসেন খানসহ ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন