বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবলে ইউরোপের ছোঁয়া

July 29, 2019 | 6:48 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশের ফুটবলে যে পেশাদারিত্বের ছোঁয়া লাগছে একটু একটু করে তা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগই বড় প্রমাণ। তুলনামূলক মানের ফুটবলার থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন সবই ধীরে ধীরে ঢুকছে দেশের ফুটবলে। ফুটবলারদের শারীরিক ও মানসিকতায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই যেমন আজ তেমনই একটা দৃষ্টান্ত উপস্থাপন করলো ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ক্লাবগুলো!

বিজ্ঞাপন

দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোনও চ্যাম্পিয়ন দলকে ‘গার্ড অব অনার’ দিয়েছে কোনও দল। যা কখনই দেখা যায়নি। যা সচারচর দেখা যায় ইউরোপের ফুটবলে। ইংল্যান্ড, স্পেনে দেখা যায় এমনটা। ইউরোপসহ বিভিন্ন দেশে গার্ড অব অনারের রীতি দেখা যায়। অবশ্য খেলোয়াড়কে এমনভাবে সম্মান জানানোর রীতি আছে এ দেশে। তবে, দলের নেই।

পেশাদারিত্বের ছোঁয়া দেয়া দুই ক্লাব বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব এমন মুহূর্ত উপহার দিলো দেশের ফুটবলকে।

টিভিএস বিপিএলের শিরোপা জেতা নব্য চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে গার্ড অব অনার দিয়েছে সাইফ শিবির। ম্যাচের শুরুতে মাঠের বাইরে লাইনে দাঁড়িয়ে কিংসের ফুটবলারদের এই সম্মান জানিয়েছেন সেলিন-কর্দোবারা।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসকে গার্ড অব অনার দিল সাইফ স্পোর্টিং ক্লাব।

বিজ্ঞাপন

Posted by Supporters of Bangladesh Football -SBF on Monday, July 29, 2019

 

এর পরেই ম্যাচ শুরু হয়। ম্যাচে অবশ্য ঘরের মাঠে কিংসের কাছে ২-০ ব্যবধানে হেরেছে কালো-হলুদরা।

হার-জিত থাকবে। তবে, দেশের ফুটবলে এই রীতি অবশ্যই প্রশংসার দাবি রাখে। এভাবেই দেশের ফুটবলের চেহারাটা বদলাক ইতিবাচক ভাবে। গড়ে ওঠুক পেশাদারিত্বের সংস্কৃতি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন