বিজ্ঞাপন

মশার কার্যকর ওষুধ কবে আসবে, বৃহস্পতিবারের মধ্যে জানানোর নির্দেশ

July 30, 2019 | 4:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মশা নিধনে সঠিক ও কার্যকর ওষুধ কবে ও কিভাবে আসবে, তা আগামী বৃহস্পতিবারের (১ আগস্ট) মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এসময় আদালত মন্ত্রণালয়ের প্রতি উষ্মাও প্রকাশ করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন- ডেঙ্গু নিধনে দ্রুততম সময়ে আরও কার্যকর ওষুধ আনা হবে: মেয়র

এর আগে, গত ২৫ জুলাই দুই সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ আনতে কত সময় লাগবে, তা জানাতে আজ মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। আজকের আদেশের পর দুই সিটি করপোরেশন এ তথ্য জানাতে আরও দুই দিন সময় পেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইবনে সিনায় ডেঙ্গু পরীক্ষায় ভুল রিপোর্ট, তদন্তের নির্দেশ আদালতের

এর আগে, ২৫ জুলাইয়ের শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী এম. সাইদ আহমদ রাজা আদালতের কাছে সময় প্রার্থনা করে বলেছিলেন, ঢাকা শহরের মশা নিধনে এবার দুই সিটি করপোরেশন সমন্বিত উদ্যোগ নিয়েছে। দুই সিটি একসঙ্গে ডোজ বাড়িয়ে দিয়ে মশা নিধন করবে। আমরা আশা করছি, এতে মশা মরবে। নতুন ওষুধ আনা সময়সাপেক্ষ বিষয়। নতুন ওষুধ আনতে প্রায় একমাস লেগে যাবে। তাছাড়া নতুন ওষুধ আমাদের পরিবেশের জন্য কতটা উপযুক্ত, প্রাণিসম্পদ বিভাগ থেকে সে বিষয়েও অনুমতি লাগবে।

আরও পড়ুন- ডেঙ্গু জ্বরে বরিশালে ২ জনের মৃত্যু

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হক।

এ প্রসঙ্গ টেনে আদালত বলেন, ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করে? তারা নিজেদের লোককেই বাঁচাতে পারে না!

সারাবাংলা/এজেডকে/টিআর

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন