বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষা বিশেষ বিবেচনায়

August 2, 2019 | 10:28 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত বা গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অভ্যন্তরীণভাবে পরীক্ষা নিতে সব প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদফতর। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই চিকিৎসা সনদ দ্বারা অসুস্থতা প্রমাণ করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে দেশের সব স্কুল-কলেজের প্রধানদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

অধিদফতরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানের সই করা চিঠিতে বলা হয়, গুরুতর রোগে আক্রান্ত হলে কোনো শিক্ষার্থী যেমন পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, তেমনি ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদেরও বিশেষ বিবেচনায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন