বিজ্ঞাপন

জার্মানিতে ৪ টনেরও বেশি কোকেন জব্দ

August 3, 2019 | 9:51 am

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির হামবুর্গ বন্দরে ৪ টনেরও বেশি কোকেনের চালান জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি ইউরো। ধারণা করা হচ্ছে এটিই জার্মানির ইতিহাসে জব্দ করা সবচেয়ে বড় কোকেনের চালান। খবর বিবিসির।

বিজ্ঞাপন

মাদকের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও থেকে বেলজিয়ামের অ্যানট্রপে যাচ্ছিল। বলা হয়েছিল কনটেইনারগুলোতে সয়াবিন রয়েছে। নিয়মিত তদারকিতে দুই সপ্তাহ আগে চালানটি আটকা পড়ে বলে শুক্রবার (২ আগস্ট) বিবিসির খবরে বলা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন আটক করা মাদক ধ্বংস করা হয়েছে। হামবুর্গ কাস্টমস এজেন্সি এক বিবৃতিতে জানায়, ধারণা করা হচ্ছে কোকেনগুলো উচ্চমানের। খোলা বাজারে এগুলো ১শ কোটি ইউরোতে বিক্রি করা যেত।

দক্ষিণ আমেরিকার মাদক-গ্রুপগুলো তাদের কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটাচ্ছে জানিয়ে জার্মানির কর্মকর্তারা জানান, চোরাচালান রোধে তাদেরও সামর্থ্য বাড়ছে।

বিজ্ঞাপন

হামবুর্গ ইউরোপের তৃতীয় ও জার্মানির সর্ববৃহৎ বন্দর।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন