বিজ্ঞাপন

চলমান সংকট সরকারের জন্য অগ্নিপরীক্ষা

February 6, 2018 | 7:51 pm

স্টাফ ফটো করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট বর্তমান সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। এই সংকট ভয়াবহ বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে দলের নির্বাহী কমিটির বর্ধিত মূলতবী সভার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিকল্পধারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, জাতি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন দেখতে চায়। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। শিক্ষামন্ত্রীর অবহেলা, আইন-শৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি দলের নেতাকর্মীদের উক্তিতে আমরা উদ্বিগ্ন, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

সোমবার রাতে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বি. চৌধুরীর সভাপতিত্বে নির্বাহী কমিটির বর্ধিত সভা শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। মঙ্গলবার সকালে ফের সভা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, কেন্দ্রীয় নেতা আজিজ আখন্দ, যুক্তরাজ্য শাখার সভাপতি অহিদউদ্দিন, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, হাফিজুর রহমান ঝান্টু, ওয়াসিমুল ইসলাম, শাহ আহম্মেদ বাদল, আইনুল হক, জানে আলম হাওলাদার, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম, মো. শাহ আলম, ফজলুল হক, আমিনুল ইসলাম বুলু ও সাইফুল ইসলাম শোভন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন