বিজ্ঞাপন

রোনালদো থেকে মেসি এগিয়ে, তাদের সমকক্ষ নেইমার

February 6, 2018 | 8:08 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রোনালদো নাকি মেসি কে সেরা-এমন তর্কে না গেলেও রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদোর থেকে বার্সেলোনার সুপার আইকন মেসিকেই এগিয়ে রাখলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। মেসি-রোনালদোর সমকক্ষ হিসেবে এগিয়ে রেখেছেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ নেইমারকে।

হালের সেরা দুই তারকা মেসি-রোনালদো। তাদের ঘরেই ব্যালন ডি অরের দশটি শিরোপা। সমান শিরোপা জিতেছেন দু’জনই। দু’জনই নিজ নিজ ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

বিজ্ঞাপন

সিলভার মতে, ‘রোনালদো তার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে তার সবই যোগ্যতার ভিত্তিতেই জিতেছে। মেসিও তাই। তবে, রোনালদোর চেয়ে মেসিকে আটকানো কঠিন। বল পায়ে তারা দু’জনই সমান। ওয়ান টু ওয়ান কিংবা দুই জনের বিপক্ষে মেসিকে আটকানো কঠিন।’

আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে রোনালদোরা আতিথ্য জানাবে সিলভা-নেইমারদের পিএসজিকে। রোনালদোকে নিয়ে খুব একটা ভীত না হলেও পর্তুগিজ তারকার ক্ষমতা সম্পর্কে সজাগ সিলভা, ‘এই বছরটা রোনালদোর একটু কঠিন যাচ্ছে। কিন্তু বছরটা কিন্তু এখনও শেষ হয়নি। এখনও সে আগামী ব্যালন ডি’অর জেতার জন্য সময় পাচ্ছে, জিততেও পারে।’

বিজ্ঞাপন

এদিকে, ক্লাব ও জাতীয় দল সতীর্থ নেইমার প্রসঙ্গে সিলভা যোগ করেন, ‘মেসি-রোনালদো এ যুগের সেরা ফুটবলার। তারা দু’জনই অবিশ্বাস্য কিছু করেছে। নেইমারও তাদের সমকক্ষ। এই মৌসুমে মেসি-রোনালদো যা করছে, নেইমারও তাই করছে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন