বিজ্ঞাপন

সরকারকে বেকায়দায় ফেলতে গুজব ছড়ানো হচ্ছে: হানিফ

August 3, 2019 | 9:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যেই গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চা আয়োজিত ‘গুজব ও অপপ্রচার প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যারা গুজব ছড়াচ্ছে তাদের মধ্যে ন্যূনতম সামাজিক দায়িত্ববোধ নেই, নীতি নৈতিকতাহীন লোকদের সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহারের ফলেই গুজব দ্রুত ছড়াচ্ছে।’

গুজবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। অধিকাংশ গুজবই রাজনৈতিক। তবে অনেক সময় ধর্মীয় কারণে হয়।’

বিজ্ঞাপন

হানিফ বলেন, ‘২০১৩ সালে মতিঝিলে হেফাজত নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটির একটি রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। এখনও যে গুজবগুলো হচ্ছে, সেগুলোও কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।’

‘গুজব নিয়ে সকলকে কথা বলার সুয়োগ দেওয়া উচিত’- বৈঠকে উপস্থিত এক বক্তার বক্তব্যের প্রসঙ্গ টেনে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কথা বলায় কোনো বাধা নেই। প্রতিদিন বিভিন্ন টকশোতে, মিডিয়াতে, প্রেস ব্রিফিংয়ে তারা (বিএনপি) কথা বলে যাচ্ছেন। গত দুই দিনে আমরা দেখলাম, এমনও কথা বলা হলো, বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ ডেঙ্গু মশাগুলো ফেলে দিয়ে গেছে, যার ফলে বিএনপিকর্মীদের ডেঙ্গু হচ্ছে। এটাও দেশবাসী দেখছে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক খায়ের মাহমুদ। সংগঠনটির আহবায়ক ব্যারিস্টার তুরিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্ণেল মো. এমরানুল হাসান, সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন