বিজ্ঞাপন

ডেঙ্গুতে মুগদা হাসপাতালে আরও একজনের মৃত্যু

August 6, 2019 | 12:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১ টা ৫৯ মিনিটে মো. হানিফ (৪২) নামের ওই ব্যক্তি মারা  যান।

বিজ্ঞাপন

মুগদা হাসপাতালের উপ পরিচালক ডা. মো. খাইরুল আলম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মুগদা হাসপাতালে এ পর্যন্ত আটজন ডেঙ্গু রোগী মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. হানিফ চার দিন আগে মুগদা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।সোমবার দিবাগত রাত ১ টা ৫৯ মিনিটে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার (৩ আগস্ট) মুগদা হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগী মারা যান। জুলাই মাসে মারা যান আরও পাঁচজন। সব মিলে এখন পর্যন্ত এ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল আট-এ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন