February 7, 2018 | 1:02 pm
সারাবাংলা ডেস্ক
২০১০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল আফগানিস্তানের টি-টোয়েন্টির পথচলা। ৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যুদ্ধবিধ্বস্ত দেশটি জিতেছে ৪০টি ম্যাচে। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও টপকে গেছে এই আফগানরা।
সবশেষ জিম্বাবুয়েকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। আইসিসি এখনো তাদের অফিসিয়াল র্যাংকিং প্রকাশ না করলেও জানিয়েছে তালিকায় আট নম্বরে ওঠেছে আফগানিস্তান। তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে লঙ্কানদের। আর বাংলাদেশ আগের দশ নম্বরেই রয়েছে।
বর্তমান র্যাংকিংয়ে এক নম্বরে পাকিস্তান। দুইয়ে নিউজিল্যান্ড, তিনে ভারত, চারে ইংল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ, ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে অস্ট্রেলিয়া রয়েছে।
২০১৬’র মার্চ থেকে ২০১৭’র জুন পর্যন্ত টি-টোয়েন্টিতে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল আফগানিস্তান। সেসময় বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আরব আমিরাত, আয়ারল্যান্ড, ওমানকে হারিয়েছিল আফগানরা।
শারজাহতে সবশেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর মধ্যদিয়ে আফগানিস্তান নিজেদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ইতিহাসে সর্বোচ্চ রেটিং অর্জন করেছে। এই মাঠে ১২ ম্যাচের ৮টিতেই জয় তুলে নিয়েছে তারা। ইতোমধ্যেই তারা টেস্ট স্ট্যাটাসও পেয়েছে।
সারাবাংলা/এমআরপি