বিজ্ঞাপন

‘হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেনি পুলিশ’

February 7, 2018 | 1:47 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে, দলের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন তাকে গ্রেফতার করা হয়নি।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের (ডিবি, সিআইডি) কেউই সোহেলকে গ্রেফতার করেনি। তার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

তিনি আরো বলেন, `বিএনপি মিথ্যা অভিযোগ করেছে। আমরা মনে করছি, জনগণকে বিভ্রান্ত করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। তাদের কথায় বিভ্রান্ত না হতে নগরবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার রায়ের ব্যাপারে বলেন, ‘যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। এজন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তাবলয়ের মাধ্যমে রাজধানীর নাগরিকদের শান্তি নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিটি এসবি ও কুইক রেসপন্স টিম মাঠে থাকবে।

এরইমধ্যে ঢাকায় ৮ ফেব্রুয়ারি ভোর ৪ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা অারোপ করেছে ডিএমপি।

বিজ্ঞাপন

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংকালে বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেনি। আমি কিছুক্ষণ আগেও খোঁজ নিয়েছি। র‌্যাব-পুলিশ কেউ তাকে আটক করেনি।’

তিনি বলেন, ‘হতে পারে সে  নিজেই আত্মগোপন করেছে। এটা তার নতুন কৌশল হতে পারে।’

হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ছবি-ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছি। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের ধরা হচ্ছে। এরমধ্যে চারজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে।’

এদিকে হামলাকারীদের প্রসঙ্গে বিএনপি জানায়, এটি অনুপ্রবেশকারীরা ঘটিয়েছে। দলের কেউই পুলিশের ওপর হামলায় সম্পৃক্ত নয়।

বিজ্ঞাপন

সোহেল প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছলে মালিবাগ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

ওইদিন নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে সোহেলের সন্ধান চান।

রিজভী বলেন,  ‘সে (সোহেল) কী অবস্থায় আছে? তাকে গ্রেফতার করা হলেও বলা হচ্ছে না কেন? আজকে আমরা সংশয়ে আছি। তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তারাও সংশয়ে আছে। আমরা জানতে চাই। কারণ, গোটা দেশটাই তো বন্দি আজকে আওয়ামী সরকারের হাতে। তারাই উত্তর দেবে— হাবিব-উন-নবী খান সোহেল কোথায়?’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেওয়া হবে আগামীকাল (৮ ফেব্রুয়ারি)। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন।

রায় ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ সাড়াশি অভিযান শুরু করে।

অভিযানে এ পর্যন্ত বিএনপির কয়েকশ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন