বিজ্ঞাপন

শাহজালালে ১২কেজি স্বর্ণসহ ২ জাপানি আটক

August 8, 2019 | 4:09 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২কেজি (১কেজি ওজনের ১০টি বার ও ১শ গ্রাম ওজনের ২০টি বার) স্বর্ণসহ জাপানি নাগরিক টাকিও মিমুরা এবং শুইচি সাতোকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে সারাবাংলাকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক পায়েল পাশা।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সাড়ে ১২টার দিকে জাপানি ২ নাগরিককে আটক করা হয়। তারা এয়ার এশিয়া ফ্লাইটের একে৭১ ফ্লাইটযোগে রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন। তারা গ্রিণ চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা চালেঞ্জ করে। এসময় তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলে তাদের দেহ তল্লাশী করা হয়। এরপর কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে তাদের কোমরের ভেতরে বিশেষভাবে লুকানো স্কচটেপে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

পায়েল পাশা আরও জানান, আটক ১২ কেজি স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/আরএসও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন