বিজ্ঞাপন

ডৌকারচর ইউনিয়ন নির্বাচনের ফলের গেজেট প্রকাশে স্থিতাবস্থা

August 8, 2019 | 2:17 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নরসিংদীর রায়পুরার ডৌকারচর ইউনিয়ন নির্বাচনের ফলের গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ইউনিয়ন নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) আদেশের বিষয়টি জানিয়েছেন এ সংক্রান্ত রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

এ আদেশের ফলে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচনের ফলের গেজেট প্রকাশ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবী।

এক আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, গত ২৫ জুলাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনটি কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল পারভেজ।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে সোহেল পারভেজ হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন