বিজ্ঞাপন

নির্ধারিত স্থানে পশু জবাই দিলে মাংস বাসায় পৌঁছে দেবো

August 9, 2019 | 12:00 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নির্ধারিত স্থানে পশু জবাই দিলে যাদের পরিবহন সমস্যা তাদেরকে ডিএনসিসির নিজস্ব পরবিহনে মাংস বাসায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও কোরবানির পশুর বর্জ্যমুক্ত রাখতে নির্ধারিত স্থানে পশু জবাই দেওয়ার অনুরোধ জানিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, নির্ধারিত স্থানে পশু জবাই দিলে যাদের পরিবহন সমস্যা তাদেরকে ডিএনসিসির নিজস্ব পরবিহনে মাংস বাসায় পৌঁছে দেওয়া হবে। তবুও আপনারা শহরটা নোংরা করবেন না।

তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব কোরবানির পশুর বর্জ্য অপসারণ করব। তবে আমি কোনো সময় বেঁধে দিতে চাই না। আমার টিমের জন্য এবারই প্রথম কোরবানির ঈদ। তাই বর্জ্য ব্যবস্থাপনা একটি বিরাট চ্যালেঞ্জ আমার জন্য। আমি কাজ করে দেখিয়ে দিতে চাই।

বিজ্ঞাপন

আতিকুল আরও বলেন, কোরবানির গরু কিনে রাস্তায় প্রদর্শনী করবেন না। অনেকে পশু কিনে রাস্তায় প্রদর্শন করেন রাস্তা নোংরা করেন। এটা একদম ঠিক না। কেউ সেটা করলে জরিমানা করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই ও ডিজিএম মাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

এসএইচ/এসজে  /আরএসও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন