বিজ্ঞাপন

সৌদি আরবসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ

August 11, 2019 | 12:50 pm

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সেইসঙ্গে রোববার (১১ আগস্ট) ঈদ পালিত হচ্ছে, ইন্দোনেশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, সিরিয়াসহ বিভিন্ন দেশে। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন

মুজদালিফায় ফজরের নামাজের পর ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ২০ লাখ মুসল্লি। পরে ঈদের নামায শেষে আবারো মিনায় যান হাজীরা। সেখানে বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে, গোসল করে ঈদ উদযাপন করছেন তারা।

বিজ্ঞাপন

অন্যান্য দেশের বাসিন্দারা এদিন ঈদের নামাজ আদায়ের পর পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, মিষ্টান্ন বিতরণ করেন। ত্যাগের উদ্দেশে পশু কোরবানি করে ঈদের আনুষ্ঠানিকতা বজায় রাখেন।

বিজ্ঞাপন

বিশ্বের সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতে সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে হয়েছে বেশ কয়েকটি ঈদের জামাত। নামাজ আদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা মিলে ঈদের উচ্ছ্বাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন