বিজ্ঞাপন

‘আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের’

February 7, 2018 | 4:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নিজে একদমই ঠাণ্ডা মাথার মানুষ, মেজাজ হারাতে তাকে দেখা গেছে খুব কমই। অধিনায়কত্ব অভিষেকের আগের দিনই মাহমুদউল্লাহ বলেছিলেন, স্থির থাকতে পারাটাই তার সবচেয়ে বড় গুণ। সেই মাহমুদউল্লাহ আজও বললেন, দলের সবাইকে আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে, আরও শান্ত থাকতে হবে। চট্টগ্রামে যেসব সুযোগ পেয়েছিলেন, কাল থেকে শুরু মিরপুর টেস্টে তা এবার আর হেলায় হারাতে চান না।

ফিল্ডিং, বিশেষ করে স্লিপ ক্যাচিং বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই ‘অ্যাকিলিস হিল’ হয়ে আছে। চট্টগ্রামেও স্লিপে অন্তত দুইটি ক্যাচ ফস্কে গেছে, সেই সঙ্গে রান আউট আর স্টাম্পিং তো আছেই। মাহমুদউল্লাহ শিক্ষা নিতে চান সেসব থেকেই, ‘চট্টগ্রাম টেস্টে আমরা শুরুতে কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম। এক-দুইটা রান আউটের সুযোগও ছিল। এই সুযোগগুলো নিলে ওদের আরও চাপে ফেলা যেত।’

ঢাকায় সুযোগ আরও বেশি আসতে পারে, উইকেটেও স্পিন ধরবে বলেই মনে করছেন দুই দলের অধিনায়ক। মাহমুদউল্লাহ চান না, অতি আবেগে সেই সুযোগগুলো চট্টগ্রামের মতো ফস্কে যাক, ‘এখানে ভিন্নরকম উইকেট থাকবে। স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকলে আমরা উত্তেজিত হয়ে যাই। আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক জায়গায় বল করতে হবে। ব্যাটিংয়ে একটা জুটি যেমন গুরুত্বপূর্ণ, বোলিংয়েও একই। সাধারণ ব্যাপারগুলো যদি আমরা করতে পারি তাহলে ভালো কিছু করতে পারব।’

বিজ্ঞাপন

এই মিরপুরে সর্বশেষ দুই টেস্টেই বাংলাদেশ জিতেছে। মাহমুদউল্লাহ বলছেন, এবার সুযোগটা দলের ভালোমতোই আছে, ‘এটা ভালো একটা সুযোগ। সব প্লেয়াররাই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’

কিন্তু এই সিরিজ জয়টা কি বাড়তি কোনো চাপ? মাহমুদউল্লাহ এটাকে আলাদা করে কিছু মনে করছেন না, ‘আমার কাছে চাপ তো সব সময়। আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরনের ম্যাচই খেলবেন, চাপ তো থাকবে। আমার কাছে মনে হয় স্কিলগুলোর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে এবং চ্যালেঞ্জটা নিতে যদি আপনি উদগ্রীব থাকেন এটা ইতিবাচকভাবে কাজে দেবে। আমি এটাই বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের সব প্লেয়াররা এভাবেই দেখছে।’

সেই বিশ্বাসটা দলের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই ভালো কিছু আশা করতে পারে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন