বিজ্ঞাপন

কাশ্মীর পরিস্থিতিতে চীনের উদ্বেগ

August 13, 2019 | 11:00 am

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস প্রত্যাহারের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি। এই সিদ্ধান্তে ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটাবে বলেও মন্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর তিন দিনের চীন সফরে রয়েছেন। তার সঙ্গে এক বৈঠকে ওয়ায় হি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের এক পাক্ষিক সিদ্ধান্ত ওই এলাকার পরিস্থিতি আরও জটিল করছে।

দীর্ঘদিনের অচলাবস্থার পরিবর্তনে সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে কাশ্মীরের জনগণের দেওয়া বিশেষ অধিকার তুলে নিয়েছে ভারত সরকার। এর ফলে সেখানকার পরিস্থিতি এখনো বেশ থমথমে হয়ে আছে। ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনাও।

চীন এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে ওয়াং হি বলেছেন, ভারতের এই এক পাক্ষিক সিদ্ধান্তে ওই এলাকার পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। এছাড়া ভারত-পাকিস্তান যৌথভাবে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে বলেও মনে করেন তিনি।

বিজ্ঞাপন

সুব্রামিনিয়াম দেশের অবস্থান ব্যাখা করে বলেন, ভারতের সংবিধানের পরিবর্তন নতুন সার্বভৌমত্বের সূচনা করবে না, অথবা ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি করা সীমান্তের কোনো পরিবর্তন ঘটাবে না।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন