বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের কোচের দৌড়ে মাইক হেসন

August 13, 2019 | 3:09 pm

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন দলে কোচিং স্টাফে রদবদল দেখা যাচ্ছে। বিভিন্ন দলে ছাঁটাই করণ চলছে। এর মাঝে দলগুলো প্রধান কোচের সন্ধানে নেমেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের সংক্ষিপ্ত কোচের তালিকা করেছে। ইতোমধ্যে ডোমিঙ্গো তার প্রেজেন্টেশন দিয়ে গেছে ঢাকায়। সংক্ষিপ্ত তালিকায় আছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। ভারতের কোচ হওয়ার দৌড়েও আছেন এই কিউই কোচ।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) ছয় কোচের সংক্ষিপ্ত তালিকা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে কোচের দৌড়ে এগিয়ে আছেন মাইক হেসন। আগামী শুক্রবার হেসনসহ তালিকায় থাকা অন্যান্য আগ্রহীদেরও সাক্ষাৎকার নেয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের তালিকায় আছেন নিউজিল্যান্ডের এই সাবেক কোচ। ঈদের পর ঢাকায় এসে সাক্ষাৎকার দেয়ার কথা আছে।

এর মাঝেই ভারতের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পাওয়ায় ক্রিকেট পাড়ায় আলোচনা চলছে হেসনকে ঘিরে। এদিকে বিশ্বকাপজয়ী তারকা কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির বেছে নেওয়া ছয় কোচের তালিকা করা হয়েছে। যেখানে বাকিরা হলেন- টম মুডি, লালচাঁদ রাজপুত, রবিন সিং, ফিল সিমন্স ও রবি শাস্ত্রী। এদের মধ্যে শাস্ত্রী বর্তমানে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন।

বিজ্ঞাপন

এদিকে মাইক হেসন ছাড়াও বাংলাদেশের কোচে দৌড়ে আছে আরও চারজন জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। এর মধ্যে গত ৭ আগস্ট ডোমিঙ্গো সাক্ষাৎকার দিয়ে গেছে ঢাকায়।

হ্যাভিয়েট হেসনকে ঘিরেই দুই দেশের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তার কারণটা স্পষ্ট। হেসনের অধীনে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিউইরা। তারা খেলেছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০১৮ সালের এপ্রিলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরেও উঠেছিল দলটি।

গত বছরে পারিবারিক কারণে নিউজিল্যান্ডের কোচের পদ থেকে সড়ে আসেন হেসন। এর মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করিয়ে গেল সপ্তাহ কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান হেসন। ফলে বাংলাদেশ ও ভারতের পছন্দের তালিকায় উঠে আসছে হেসনের নাম।

বিজ্ঞাপন

কোন কোর্টে জমবে হেসনের বল সেটাই এখন দেখার বিষয়।

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন