বিজ্ঞাপন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে

August 14, 2019 | 11:48 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নতুন ৪০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী, টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এর মধ্যে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ৭৬ জন। মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি চারজন, টিএমএসএস হাসপাতালে ১৮ জন, সামসুন্নাহার ক্লিনিকে দুইজন, ইসলামী হাসপাতালে দুইজন, ডক্টরস ক্লিনিক-২ এ একজন, সিটি ক্লিনিকে দুইজন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনসহ মোট ১১৫ জন ভর্তি রয়েছে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম বলেন, বগুড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বাড়লেও ভয়ের কোনো কারণ নেই। আর রোগী বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ঢাকা থেকে মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে আসায় এই সংখ্যা বেড়েছে। তবে সব হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ সতর্ক থাকায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন