বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

August 14, 2019 | 3:54 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চাঁদখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক হোসেন (২০) নামের এক পোল্ট্রি ফার্ম শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তারেক চাঁদখালী এলাকার সেলিম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগস্ট) সকালে লক্ষ্মীপুরের চাঁদখালী গ্রামে ফাতেহা পোল্টি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনরা সারাবাংলাকে জানান, ফাতেহা পোল্ট্রি ফার্মে মালিক সুমন হোসেন চোর ও শেয়াল ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রেখেছিল। পোল্ট্রি ফার্মের শ্রমিক তারেক হোসেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ফার্মে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হোন। আহত অবস্থায় তারেক হোসেনকে দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেহা পোল্টি ফার্মের মালিক সুমন হোসেন সারাবাংলাকে বলেন, ‘ফার্মে বিদ্যুতের তারের বিষয়টি খামার শ্রমিক তারেক জানত। লাইনবন্ধ না করে কাজ করায় অসাবধানতায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় তারেকের পিতা সেলিম মিয়ার সাথে কথা হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই।’

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান সারাবাংলাকে জানান, সকালে ফাতেহা পোল্ট্রি ফার্ম মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মৃতের স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ওএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন