Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ক্যাম্পের ভেতর নিজের অস্ত্র দিয়ে আনসার সদস্যের আত্মহত্যা


১৫ আগস্ট ২০১৯ ১৪:০৭

যশোর: যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্র দিয়ে গুলি করে মকদুম আলী (৫১) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজ শেষ করে ক্যাম্পের ভেতরেই তিনি আত্মহত্যা করেন।

নিহত মকদুম আলী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিলঅমুলা গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সমীর সরকার জানান, সহকর্মীরা জানিয়েছেন যে মকদুম আলী দীর্ঘদিন ধরেই পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিকভাবে অস্থির ছিলেন। প্রায়ই টেলিফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তাকে গোলযোগ করতে দেখা যেত। গতরাতে ক্যাম্পের পাশে মসজিদে গিয়েও টেলিফোনে কারও সঙ্গে কথা কাটাকাটি করেন। এরপর বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে ক্যাম্পে ফিরে নিজের অস্ত্র মুখের নিচে (থুতনিতে) ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া যশোর আনসার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মরমেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ক্যাম্পে কর্তব্যরত আনসার সদস্যদের চার ঘণ্টা পরপর দুই ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে অস্ত্র তাদের বিছানার পাশেই থাকে। আর সেই অস্ত্র দিয়েই মকদুম আলী আত্মহত্যা করেছেন।

আনসার সদস্যের আত্মহত্যা বসুন্দিয়া পুলিশ ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর