বিজ্ঞাপন

পাখির ঝাঁকে উড়োজাহাজের সংঘর্ষ, আহত ২৩ (ভিডিও)

August 15, 2019 | 5:28 pm

আন্তর্জাতিক ডেস্ক

মাঝ আকাশে এক ঝাঁক পাখির সঙ্গে সংঘর্ষ হওয়ায় শস্যক্ষেতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এই ঘটনায় কারও মৃত্যু না হলেও অন্তত ২৩ যাত্রী আহত হয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ‘অলৌকিক’ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ খবর ছাপায় সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

২৩৩ জন যাত্রী ও ক্রু সদস্যদের নিয়ে দ্য উড়াল এয়ারলাইনসের এয়ারবাস ৩২১ দক্ষিণ-পূর্ব মস্কো থেকে ক্রিমিয়ার সিমপারফোলের উদ্দেশে যাত্রা করেছিল। কিছুক্ষণ পরেই পাখের ঝাঁকের সঙ্গে সংঘর্ষে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ও আকাশে উড়ার সক্ষমতা হারিয়েছে। এই দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিমানের এক যাত্রী বলেন, বিমানটি উড্ডয়নের কিছু পরই প্রচণ্ড ঝাঁকুনি দিতে থাকে। এরপর বাতিগুলো নষ্ট হয়ে যায়। পোড়া গন্ধ পাওয়া যায়। বিমানটি জরুরি অবতরণের পর সবাই দৌড়াতে থাকে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫জনের আঘাত কিছুটা গুরুতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন