February 7, 2018 | 6:10 pm
সারাবাংলা ডেস্ক
ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে নিয়ে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ৫ উইকেটে হারিয়েছে অজিরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তুলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি।
আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ১৫৫ রান। জবাবে, ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলা অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ৯ আর অ্যালেক্স হেলস করেন ২২ রান। তিন নম্বরে নামা ডেভিড মালান ৩৬ বলে ৫টি চার আর ২টি ছক্কায় করেন ৫০ রান। অধিনায়ক ইয়ন মরগান করেন ২২ রান। জস বাটলার ৫, ডেভিড উইলি ৩, ক্রিস জর্ডান অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে ২ ওভারে ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন ম্যাক্সওয়েল। অ্যাস্টন অ্যাগার ৩ ওভারে ১৫ রান দিয়ে পান দুটি উইকেট। একটি করে উইকেট নেন বিল্লি স্টানলেক, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই এবং মার্কাস স্টইনিস।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৪ রানে বিদায় নিলেও ২০ বলে ৩০ রান করেন অ্যারকি শর্ট। তিন নম্বরে নামা ক্রিস লিন ০ রানেই বিদায় নেন। ৬ রান করেন স্টইনিস এবং ট্রেভিস হেড।
দলের জয়ের জন্য ১ রান দরকার হলে ম্যাক্সওয়েল স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। ব্যক্তিগত রান ছিল তখন ৯৭। ছক্কা হাঁকিয়ে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরির পাশাপাশি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪০ রানে অপরাজিত ছিলেন। ম্যাক্সওয়েলের ৫৮ বলে সাজানো অপরাজিত ১০৩ রানের ঝড়ো ইনিংসে ছিল ১০টি চার আর ৪টি ছক্কার মার।
৩ ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি। একটি করে উইকেট পান মার্ক উড এবং আদিল রশিদ।
সারাবাংলা/এমআরপি