বিজ্ঞাপন

দুই কংগ্রেসওম্যানের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা

August 16, 2019 | 12:51 pm

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরের সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। রোববার (১৮ আগস্ট) পশ্চিমতীর ও পূর্ব জেরুজালম সফরে যাওয়ার কথা ছিল তাদের। তারা দুজনই ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা বলা হয়।

রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি যেকারও সফর বাতিলের আইন রয়েছে ইসরায়েলে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এক টুইটের পর ইসরায়েল এমন সিদ্ধান্ত নেয় বলে ভাবা হচ্ছে। টুইটারে ট্রাম্প লেখেন, ইসরায়েলে তাদের ঢুকতে দেওয়া হবে বড় ধরনের দুর্বলতা।

প্রসঙ্গত, ইলহান ওমর এবং রাশিদা তালিবের বিরুদ্ধে এর আগেও বর্ণবাদী মন্তব্য করে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। অভিবাসীর সন্তান ইলহান ওমর এবং রাশিদা তালিবকে ট্রাম্প বলেছিলেন, তারা যেন তাদের দেশে ফিরে যায়। যুক্তরাষ্ট্রে এই দুই কংগ্রেসওম্যানের জন্ম হলেও তাদের বাবা-মা ছিলেন অভিবাসী।

বিজ্ঞাপন

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ইসরায়েল ও ফিলিস্তিন সফরে তারা উভয় ভূখন্ডের সমাজকর্মীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছিলেন।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন