বিজ্ঞাপন

টেস্টর ম্যাচ ফি বাড়ানোর তাগিদ দিলেন সাঙ্গাকারা

February 7, 2018 | 6:13 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

টেস্টের ম্যাচ ফি বাড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। টি-টোয়েন্টির গ্রাস থেকে তরুণ ক্রিকেটারদের বাঁচাতে আর সাদা পোশাকে তাদের ক্যারিয়ার টানতেই সাঙ্গাকারা এমন প্রস্তাব করেছেন।

ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ক্রিকেটাররা টেস্ট খেলে যে পারিশ্রমিক বা ম্যাচ ফি পান তার ধারেকাছে নেই বাকি টেস্ট খেলুড়ে দেশগুলো। টেস্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী সাঙ্গাকারা এমন বিমাতাসুলভ নিয়মকে ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশ্বব্যাপী টি-টোয়েন্টি খেলে বেড়ানো ৪০ বছর বয়সী সাঙ্গাকারা জানিয়েছেন, ‘এখন টি-টোয়েন্টি ফরম্যাটের দাপট। তরুণ ক্রিকেটাররা এই ফরম্যাটে খেলেই বিশ্ব পরিচিতি পাচ্ছে খুব সহজেই। তাদের কাছে টেস্টের বদলে টি-টোয়েন্টির আকর্ষণ বেশি। সাদা পোশাকে ক্যারিয়ার গড়ার চেয়ে তাদের স্বল্প ওভারের ম্যাচ আর বেশি পারিশ্রমিকের লোভ গড়ে উঠছে। এটা টেস্ট ক্রিকেটের জন্য হুমকি। আমেরিকা বলেন চীন বলেন সবখানেই টি-টোয়েন্টির জোয়ারে ভাসছে তরুণরা। এটার নেগেটিভ দিকও আমাদের ভাবতে হবে।’

বিজ্ঞাপন

সাঙ্গাকারা আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি খুব সহজেই একজন তরুণ ক্রিকেটারকে বিশ্বে পরিচিত করে দিচ্ছে, তাদের আসল ক্যারিয়ার কিন্তু সেটা না। ক্রিকেটের আসল পরীক্ষাই হলো টেস্ট ম্যাচ। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারও টেস্টকে পেছনে রেখে টি-টোয়েন্টিতে বেশি মনোযোগী। বেশি লাভের আশায় তারা সাদা পোশাকে খেলতে চাইছে না। কিন্তু টেস্টেও যদি ম্যাচ ফি বাড়ানো হয় তাহলে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি বদলাবে। টেস্ট খেলুড়ে দেশগুলোকে এটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

এক সমীক্ষায় দেখা গেছে, গত বছর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আয় করেছেন ১৪ লাখ ৬৯ হাজার পাউন্ড। সেখানে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ব্যাংকে জমা পড়ে মাত্র ৮৬ হাজার পাউন্ড। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে শুরু করে আইপিএল, বিপিএল, হংকং লিগ, আরব আমিরাতের লিগগুলোতে টাকার ছড়াছড়ি। দেশের টেস্ট লেভেলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক ছোটো দেশের ক্রিকেটাররা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়ার আশায় এসব লিগে অংশ নিচ্ছে অধিক আয়ের আশায়।

সাঙ্গাকারা এসব নিয়ে দেশগুলোর বোর্ডকে ভাবতে বলেছেন, ‘নিজ দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে আপনাদের টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে দিন। তরুণদের টেস্টের দিকে মনোযোগী করতে এর ব্যতিক্রম নেই। আমি মনে করি, টেস্ট ক্রিকেটের মূল মঞ্চ। এখানেই একজন ক্রিকেটার তার সবটুকু পায়, নিজেকে গড়ে তুলতে সুযোগ পায়। নিজ দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়ার মতো গর্বের বিষয় নেই। প্রত্যেক ক্রিকেটারের উচিৎ টেস্টকে সম্মান জানানো, দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ লুফে নেওয়া। টি-টোয়েন্টি খুবই সহজ ফরম্যাট, ওয়ানডেও তাই। তবে, আসল ক্রিকেটার হতে হলে টেস্ট ম্যাচের পরীক্ষা দিতেই হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন