Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচে বার্সার সঙ্গী হচ্ছেন না মেসি


১৬ আগস্ট ২০১৯ ১৫:০৬

গেল ১০ বছরে এমনটা হয়নি, তবে এবার তা হতে চলেছে। স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি মাঠে নামেননি, শেষবার এমনটা হয়েছিল সেই ২০০৯ সালে। সেবার লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং গিহনের বিপক্ষে মাঠে নামা হয়নি মেসির। আর ২০১৯-২০২০ মৌসুম অর্থাৎ বর্তমান মৌসুমে লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে মাঠে নামবেন না মেসি। শুক্রবার দিবাগতরাত বাংলাদেশ সময় রাত একটায় অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের মাঠে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।

বিজ্ঞাপন

                     আরও পড়ুন: বার্সার ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে লা লিগা

লিগের শুরুর ম্যাচে মেসি সব সময়ই ভয়ংকর। ২০০৯ সালের সেই ম্যাচের পর গেল ৯ বছরে লিগের প্রথম ৯ ম্যাচে মেসি খেলেছেন অনবদ্য। এই ৯ ম্যাচে গোল করেছেন ১৪টি। এর মধ্যে পাঁচ ম্যাচে করেছেন জোড়া গোল, এক ম্যাচে হ্যাটট্রিক।

প্রাক-মৌসুমে আমেরিকায় সফরের আগে অনুশীলনের সময়ে পায়ের পেশিতে চোট পান বার্সেলোনার অধিনায়ক। সফরে তাই তো দলের সাথে ছিলেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

আর তাই তো ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে। তিনি জানিয়েছেন, ‘আমরা কখনও কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর মেসির মতো কাউকে নিয়ে তো আরও কম ঝুঁকি নিব।’

ভালভার্দে আরও বলেন, ‘মেসি এখনও দলের সঙ্গে অনুশীলনে ফেরেনি। আর আমরা তার সেরে ওঠার প্রক্রিয়ায় খুশি, ব্যক্তিগতভাবে অনুশীলন করাটা ম্যাচ খেলার চেয়ে অনেকটাই আলাদা। আমরা মেসির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।’

লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে রাত একটায় মাঠে নামবে বার্সেলোনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে তার অভাব পূরণ করার জন্য মাঠে দেখা যেতে পারে সদ্য অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় পাড়ি জমানো আন্তোনিও গ্রিজমান। আর সেই সাথে লুইস সুয়ারেজ আর ওসমান দেম্বেলে তো থাকছেনই। আর এই ম্যাচের মধ্যে দিয়ে লা লিগায় অভিষেক ঘটতে পারে ডাচ মিডফিল্ডফার ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়েরও। বাংলাদেশে ফেইসবুক লাইভের মাধ্যমে খেলাটি সরাসরি দেখা যাবে।

খেলবেন না মেসি প্রথম ম্যাচ বার্সেলোনা-বিওবাও লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর