বিজ্ঞাপন

ইরানের সুপারট্যাংকার জব্দ করতে ওয়ারেন্ট জারি করেছে যুক্তরাষ্ট্র

August 17, 2019 | 12:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

জিব্রাল্টার থেকে মুক্তি পাওয়ার পরপরই ইরানের সুপারট্যাংকার গ্রেইস১ কে  জব্দ করতে ওয়ারেন্ট জারি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের অভিযোগের ভিত্তিতে আটককৃত সুপারট্যাংকার গ্রেইস১ কে মুক্ত করে দেয় জিব্রাল্টার কর্তৃপক্ষ।

এর আগে, ৪ জুলাই সিরিয়ায় ২.১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের সময় ইরানের সুপারট্যাংকার গ্রেইস১ কে আটক করে জিব্রাল্টার কর্তৃপক্ষ।

তার জবাবে ১৯ জুলাই হরমুজ প্রণালিতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার আটক করে ইরান।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ব্যাংক জালিয়াতি, মুদ্রা পাচার এবং সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগে সুপার ট্যাংকার গ্রেইস১ এর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।

তবে জিব্রাল্টার বা যুক্তরাজ্যের কর্তৃপক্ষ নতুন করে জারি করা এই ওয়ারেন্টের ব্যাপারে কোন আগ্রহ দেখায়নি।

জিব্রাল্টার কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, আজ কালের মধ্যেই গ্রেইস১ সুপারট্যাংকারটি মুক্ত অবস্থায় ইরানের কাছে ফেরত দেওয়া হবে। যেহেতু তারা নিশ্চিত করেছে ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আছে এমন রুটে ট্যাংকারটি ভবিষ্যতে চলাচল করবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন