বিজ্ঞাপন

‘রাষ্ট্রে এখনও বিএনপি-জামায়াতের বিষধর সাপ ঘাপটি মেরে আছে’

August 17, 2019 | 8:50 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নেতাকর্মীদের আত্মতৃপ্তিতে না ভোগার আহ্বান জানিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছি। কিন্তু রাষ্ট্রের ভেতরে এখনও বিএনপি-জামায়াতের প্রেতাত্মা খুনি বিষধর সাপ ঘাপটি মেরে বসে আছে। এরা আমাদের নিষ্ক্রিয় ও অনৈক্য যখন দেখে তখনই ছোবল মারার চেষ্টা করে। তাই আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একযোগে সারাদেশে বোমা বিস্ফোরণের ঘটনা তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সেদিন তারা এই বাংলাদেশের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেদিন আমাদের প্রিয় নেত্রী ছিলেন টুঙ্গিপাড়ায়। তিনি তাৎক্ষণিকভাবে খবর পেয়ে রওয়ানা করেন ঢাকার উদ্দেশে। একদিকে আমরা আতঙ্কিত ছিলাম। নেত্রীর টুঙ্গিপাড়া থেকে মাওয়া থেকে ঢাকা তার নিচ্ছিদ্র নিরাপত্তা করা, আরেকদিকে এই জঙ্গিবাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা।’

‘আমি সেদিন যুবলীগের চেয়ারম্যান ছিলাম। আমরা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমরা প্রতিবাদমুখর হয়েছিলাম। সারা বাংলাদেশকে সতর্ক করে দিতে বলছিলেন মাননীয় নেত্রী, আমরা সারাদেশে দলকে সতর্ক করে দিয়েছিলাম। জঙ্গি রাষ্ট্র কায়েমের যে প্রচেষ্টা, তা বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোকষকতায় গড়ে উঠেছিল এবং আবদুর রহমান ও বাংলা ভাই তাদেরই পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছিল’, যোগ করেন নানক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমিকে জঙ্গিবাদের প্রাণকেন্দ্রে পরিণত করা। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনাই লড়াই শুরু করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছিলেন সেই সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে চূড়ান্ত আঘাত হেনেছিল। সে আঘাতে ক্ষতবিক্ষত সহস্র মানুষ আজও মৃত্যুর প্রহর গুনছে। আইভি রহমানসহ অনেকেই নিহত হয়েছেন।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এই বাংলাদেশকে যে আন্তর্জাতিক শক্তি, এই দেশে জঙ্গির উপস্থিতি বলতে চেয়েছিল, সেই জঙ্গিবাদকে নির্মূল করে দিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। তাদের সকল ডেরাগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, ওই বিষধর সাপেরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। ওদেরকে আমাদের রাষ্ট্রব্যবস্থা থেকে সমাজ জীবন থেকে সামাজিকভাবে নির্মূল না করা পর্যন্ত ঐক্যবদ্ধ সংগ্রাম চলবেই, চলবে।

‘ক্ষমতার দাপটে নয়, জনগণের রায়ে সিটিতে জিততে হবে’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন