বিজ্ঞাপন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৫ ডেঙ্গু রোগী

August 18, 2019 | 11:54 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে সব মিলিয়ে এখন ১৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ৯৯ জন। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ জন, টিএমএসএস হাসপাতালে ১০ জন, সামসুন্নাহার ক্লিনিকে চারজন, ডক্টরস ক্লিনিক-২ তে একজন, সিটি ক্লিনিকে একজন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে একজন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম জানান, গত ২০ জুলাই থেকে রোববার (১৮ আগস্ট) পর্যন্ত মোট ৬৮৩ জন ডেঙ্গু রোগী সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৫৫০ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন