বিজ্ঞাপন

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলাদ

August 18, 2019 | 9:58 pm

সারাবাংলা ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) জোহরের নামাজের পর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান জাতির পিতার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মিলাদের পর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে হত্যাকাণ্ডের শিকার সবার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মুফতি ওয়ালিউর রহমান খান মোনাজাত পরিচালনা করেন। বাসস।

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন