বিজ্ঞাপন

প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালো ভারত

August 20, 2019 | 7:57 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের সাই-জাতীয় হকি একাডেমির নারী দলের সাথে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী হকি দল। যার প্রথমটিতে মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশের মেয়েদের ৬-০ গোলে হারিয়েছে সফরকারী ভারত।

বিজ্ঞাপন

Sports Authority of India (SAI)- এর অধীনস্থ ভারতীয় একাডেমি দলটি সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় এসে পৌছায়। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল চারটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে তারা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে প্রথম কোয়ার্টারে দারুণ প্রতিরোধ গড়েছিল স্বাগতিক মেয়েরা। কিন্তু পিছিয়ে পড়ে দ্বিতীয় কোয়ার্টারে। বিরতিতে যায় ৩-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে আরো ৩ গোল দেয় সাই একাডেমি। ম্যাচের ১৮ মিনিটের মাথায় বিনম্রতা যাদব পেনাল্টি স্ট্রোক থেকে প্রথম গোলটি করেন। পরের পাঁচটি গোল আসে ফিল্ড থেকে। ২০ মিনিটের মাথায় লালান পুই, ২৯ মিনিটে আবারো বিনম্রতা যাদব, ৩২ মিনিটে তানিয়া, ৪২ মিনিটে লতিয়া মেরি আর ৪৬ মিনিটের মাথায় লালরুয়াতফেলি মেসাবি গোল করেন।

বিজ্ঞাপন

তবে ম্যাচের পর দল নিয়ে সন্তুষ্টি জানান বাংলাদেশের উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল, ‘সামনে আরো ৫টি প্রস্তুতি ম্যাচ আছে। জয়-হার ছাপিয়ে ম্যাচের অভিজ্ঞতাগুলোই আমাদের অর্জন হবে।‘

এর আগে প্রধান অতিথি হিসেবে প্রস্তুতি সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. জাফর উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ.এ আদেল। উদ্বোধনের পর দুই দলের খেলোয়াড়ের সাথে পরিচিতি পর্ব ও ফটোসেশনে অংশ নেন অতিথিরা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪ টায় শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন