বিজ্ঞাপন

সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার

August 21, 2019 | 4:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বুধবার (২১ আগস্ট) বন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিন ময়নাতদন্তের জন্য মরদেহটি বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সুন্দরবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত বাঘিনীটি সাত ফুট লম্বা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, চাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা বাঘিনীটির মরদেহ দেখতে পায়। পরে তারা শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। আমরা শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দু’জন প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে বাঘিনীটির ময়নাতদন্ত শুরু করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণ করা হবে। দেহ শরণখোলা রেঞ্জ কার্যালয়ে মাটিচাপা দেওয়া হবে।

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন