বিজ্ঞাপন

১৫ আগস্ট ও ২১ আগস্ট এক সূত্রে গাঁথা: ওবায়দুল কাদের

August 22, 2019 | 8:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন সেই ষড়যন্ত্রকারী গোষ্ঠী ২১ আগস্ট গ্রেনেড হামলা করে।

বিজ্ঞাপন

বৃহ‌স্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেভেন্টি ফাইভ এর কনসপারেন্সি কন্টিনিউ হয়েছে ২০০৪ সালের ২১ আগস্ট। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত, তারাই ২১ আগস্ট হামলা সংঘটিত করেছে। সেদিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় এলে আমরা রক্তাক্ত মানুষের কান্নার আওয়াজ শুনি। সেদিন এই এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল।’

মুফতি হান্নান আদালতে স্বীকার করেছেন ২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতা তারেক রহমান দা‌বি ক‌রে কাদের আরও ব‌লেন, ‘যদি আপনারা জড়িত না থাকেন তাহলে এফবিআই কে কেন তখন তথ্য দিলেন না। স্কটল্যান্ডে তদন্ত টিমকে কেন কাজ করতে দিলেন না?’

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় প্রশ্ন রাখেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় বেগম খালেদা জিয়া কোথায় ছিলেন, কোথায় লুকিয়ে ছিলেন?

মির্জা ফখরুলের প্রতি প্রশ্ন রেখে কাদের বলেন, ‘সিরাজউদ্দৌলাকে হত্যার সময় প্রধান সেনাপতি ষড়যন্ত্র করেছেন। বঙ্গবন্ধু হত্যার সময় সেনাপতি জিয়াউর রহমান ষড়যন্ত্র করেছেন, তা না হলে তিনি কেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন? মির্জা ফখরুল আপনাকে জবাব দিতে হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মহিলা আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা ও পারভীন জামান কল্পনা। বিশেষ অতিথি ছিলেন ফজিলাতুন্নেসা ইন্দিরা। সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন