বিজ্ঞাপন

ইউনিমার্ট ও ব্লুবেরি হোটেলকে ১২ লাখ টাকা জরিমানা

August 22, 2019 | 8:53 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে রাজধানীর গুলশানে ইউনি মার্ট ও ব্লুবেরি নামের অভিজাত দুইটি প্রতিষ্ঠানতে ১২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গুলশান-১-এ পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডিএনিসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। পৃথকভাবে পরিচালিত এ অভিযানগুলোতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া ও সাজিদ আনোয়ার।

ডিএনিসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘ভেজালবিরোধী অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্দিষ্ট তাপমাত্রায় তরল দুধ না রাখার দায়ে ইউনিমার্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়অ। একইভাবে অন্য আরেকটি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং খাবারে বিএসটিআই-এর অনুমোদনবিহীন সজ ব্যবহার করার দায়ে বেঙ্গল ব্লুবেরি হোটেলকে সাত লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন