বিজ্ঞাপন

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে রাঙ্গামাটি মডেল স্কুল

August 23, 2019 | 11:35 am

প্রান্ত রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় রাঙ্গামাটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুমোদন ছাড়াই চলছে পাঠদান। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ে প্রায় ১৮০ জন শিক্ষার্থী পড়ালেখা করলেও পাঠদানের কোনো অনুমতিই নেয়নি প্রতিষ্ঠানটি। এছাড়া অভিযোগ রয়েছে, বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে যেসব শিক্ষক রয়েছেন তাদের অনেকেই জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

২০০৩ সালে রাঙ্গামাটি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার শুরুতে রাঙ্গামাটি সিনিয়র মাদ্‌রাসার কক্ষ ভাড়া নিয়ে পরিচালিত হয়ে আসছিল। জামায়াতের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের অভিযোগ পাওয়ায় বিদ্যালয়ে কার্যক্রম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সিনিয়র মাদ্‌রাসার কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২০১০ সালে এটি স্থানান্তরিত করা হয় রিজার্ভমুখ এলাকায়। বর্তমানেও বিদ্যালয়টি রিজার্ভমুখ এলাকায় একটি বাসার দোতলা ভাড়া নিয়ে পুনরায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে থাকেন। তবে ২০১০ সালে বিদ্যালয়টি স্থান পরিবর্তন করলেও এখনো রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের কাছে ৩০ হাজার টাকা বকেয়া পায়।

বর্তমানে বিদ্যালয়টিতে ১৬ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে অনেকেই যাওয়া আসার মধ্যে থাকেন বলে জানা গেছে। জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশ্যে অনিচ্ছুক দায়িত্বশীল এক ব্যক্তি জানান, তোফায়েল উদ্দিন বর্তমানে জেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। তারা জামায়াতের নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে কর্মরত রাখতে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন।

রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, ‘মডেল কে. জি স্কুলের কার্যক্রম চলাকালীন অনেক আসবাবপত্র নষ্ট করেছে তারা। তাদের কাছে অনেক টাকা বকেয়াও রয়েছে। বারবার বলার পরও এ পর্যন্ত তারা ভাড়া পরিশোধ করেননি।’

বিজ্ঞাপন

রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর জানান, ‘২০০১ সালে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালের দিকে সিনিয়র মাদ্‌রাসার কক্ষ ভাড়া নিয়ে স্কুল পরিচালনা শুরু করে। তৎকালীন মাদ্রাসার সভাপতি ছিলেন জেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। সাধারণ সম্পাদক ছিলেন বিদ্যালয়টির (রাঙ্গামাটি মডেল স্কুল অ্যান্ড কলেজ) বর্তমান প্রধান শিক্ষক তোফায়েল উদ্দিনের বড় ভাই অ্যাডভোকেট মোখতার আহম্মদ। আমরা ম্যানেজিং কমিটির দায়িত্ব নেওয়ার আগেই ২০১০ সালে তারা বিদ্যালয়ের বকেয়া ভাড়া পরিশোধ না করেই অন্যত্র সরে যায়। এছাড়া তাদের বিরুদ্ধে বিদ্যালয়ে জামায়াতের আদর্শ পরিচালনার অভিযোগও ছিল।’

রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম জানান, ‘বিদ্যালয়টির কোনো অনুমোদন নেই। বিদ্যালয়টি কীভাবে বই পায়, বিষয়টি আমি খতিয়ে দেখব।’

জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা জানান, বিদ্যালয়টির ভূমি নেই। কমিটির অনুমোদন নেই। পাঠদানের কোনো অনুমতিও নেই। নিয়ম-নীতি না মেনেই তারা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সরকারি অফিসের কম্পিউটার অপারেটর। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়টি পরিচালনা করা হচ্ছে। আমরা বিদ্যালয়টির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গামাটি জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কম্পিউটার অপারেটর এবং জেলা জামায়াতের নায়েবে আমির তোফায়েল উদ্দিন বলেন, ‘পাঠদানের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। এভাবে সব বিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে সবকিছুই নিয়ম অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।’

তবে এ বিষয়ে বর্তমান রাঙ্গামাটি মডেল স্কুল অ্যান্ড কলেজ ভবনের মালিক নুর মোহাম্মদ হজে যাওয়ার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

জনপথ ও সড়ক (সওজ) বিভাগের রাঙ্গামাটির অতিরিক্ত দায়িত্বরত ও খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সরকারি চাকুরিরত অবস্থায় কোনো ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান ব্যাতিত কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না। তোফায়েল সাহেব আমাদের প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি অন্য কোনো প্রতিষ্ঠানে জড়িত আছেন কি না তা আমার জানা নেই। আমি এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমি জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন