বিজ্ঞাপন

মিরাজের ইনজুরি নিয়ে ভয় নেই

August 25, 2019 | 5:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে চোট পেয়েছিলেন টাইগার স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাৎক্ষণিক চিকিৎসার অংশ হিসেবে স্ক্যান করে আঙুলে ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হয়। ফলে রোববার (২২ আগস্ট) অনুশীলনে নামা হয়নি। আগামী দুই দিনও তার এভাবেই যাবে। এরপর ব্যান্ডেজ খুলে পরীক্ষা নীরিক্ষার পরে সিদ্ধান্ত জানানো হবে তিনি কবে থেকে অনুশীলন শুরু করবেন।

বিজ্ঞাপন

তবে স্বস্তির খবর হলো মিরাজের আঙুলে কোনো ফ্র্যাকচার নেই। কাজেই বড় ধরণের ইনজুরিরও কোনো আশঙ্কা নেই।

রোববার (২৫ আগস্ট) সারাবাংলার সাথে একান্তে আলাপকালে একথাই জানালেন বিসিবি চিকিৎসক দেবশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘যেহেতু মিরাজের আঙুলে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, সেহেতু বড় ধরণের ইনজুরির কোনো ভয় নেই। পরশু ব্যান্ডেজ খুলে আঙুল দেখব। এরপরে সিদ্ধান্ত নেব। আশা করছি তিন চার দিনের মধ্যেই অনুশীলন শুরু করতে পারবে।’

বিজ্ঞাপন

মিরাজও অবশ্য তেমনি আশা করছেন। দিন তিনেক বিশ্রাম শেষে আবার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনে নেমে পড়তে পারবেন। তবে অনুশীলন করতে না পারার কষ্টও তার ভেতরে দেখা গেল।

মিরাজ জানালেন, ‘আল্লাহর অশেষ রহমতে আঙুল ভালো আছে। ওই রকম বড় কোনো সমস্যা হয়নি। হয়তো তিন-চার দিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। এটা ঠিক অনুশীলন করতে পারছি না তাই কষ্ট লাগছে। তবে এই কয়দিনের বিশ্রাম নিলে শারীরিক ফিটনেসটা আরও বাড়বে।’

** নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন