বিজ্ঞাপন

পঞ্চম ম্যাচে হারলেও প্রতিরোধ গড়েছিল মেয়েরা

August 26, 2019 | 9:22 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে পঞ্চম প্রস্তুতি ম্যাচে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের বিপক্ষে প্রতিরোধ গড়ে বাংলাদেশের মেয়েরা। শেষ অবধি অবশ্য ২-১ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল।

বিজ্ঞাপন

সোমবার (২৬ আগস্ট) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৯ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন জুরাইয়া ফেরদৌস। তবে সে লিড ২ মিনিট স্থায়ী হয়। লোতিয়া মেরির ফিল্ড গোলে সমতায় ফেরে সাই একাডেমি। ১-১ গোলের সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও প্রতিরোধের দেয়াল গড়ে বাংলাদেশ। ৪৩ মিনিটে লোতিয়া মেরির দ্বিতীয় গোলে ২-১ এর কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ছয় ম্যাচের প্রস্তুতি সিরিজে এখনও জয়ের দেখা পায়নি স্বাগতিক মেয়েরা। বাকি আছে আরও একটি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল স্বাগতিক মেয়েরা। তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দলের বিপক্ষে ৩-০ গোলের ঘাম ঝড়ানো জয় পায় ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমির মেয়েরা। চতুর্থ প্রস্তুতি ম্যাচে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের বিপক্ষে ৯-৩ গোলে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল।

বিজ্ঞাপন

আগামী ২৮ আগস্ট সিরিজের ষষ্ঠ বা শেষ ম্যাচটি খেলতে নামবে দুই দল।

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন