বিজ্ঞাপন

আগামী জানুয়ারিতে বিপিএল শুরু, দলবদল অক্টোবরে

August 27, 2019 | 12:27 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের দলবদল শুরু হচ্ছে চলতি মাসের অক্টোবরে। লিগ শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। প্রতিটি ক্লাব পাঁচজন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে। পেশাদার লিগ কমিটির সভা শেষে এসব তথ্য জানান লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

বিজ্ঞাপন

অক্টোবরের এক তারিখ থেকে ট্রান্সফার উইন্ডো খুলবে। নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত চলবে দলবদল। দেশি-বিদেশি ফুটবলাররা এই দলবদলে অংশ নিবে।

সভাশেষে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘গত বছর যে পেশাদার লিগ হয়েছে সেখানে পাঁচজন বিদেশি ফুটবলার অংশগ্রহণ করেছে, একটি এশিয়ান কোটা। বাকী যেকোন দেশের। একটা বাড়িয়ে দিলে কোন প্লেয়ারের ইনজুরি থাকে বা কোনও প্লেয়ার যদি বাজে খেলে তাহলে আরেকজন বিদেশি ফুটবলারের সুযোগ থাকছে।’

ডিসেম্বর থেকে প্রস্তুতি মূলক টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু হবে। পরের বছর জানুয়ারি থেকে শুরু হবে লিগ। মুর্শেদী জানান, ‘ইউরোপের আদলে আমরা স্বাধীনতা কাপটাও লিগের মাঝে খেলে ফেলবো।’

বিজ্ঞাপন

ক্লাবগুলোর দাবি ছিল ঢাকার আসেপাশে নতুন ভেন্যু যেন যোগ হয়। এতে আর্থিক স্বাশ্রয় হবে বলে মত ক্লাবগুলোর। কমিটির চেয়ারম্যান জানান, ‘ভেন্যুগুলো কাছাকাছি নরসিংদী মাঠ, আর্মি স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম, কমলাপুর মাঠের কথাটাও তারা প্রস্তাব করেছেন। সবকিছু ঠিক থাকলে তবেই ভেন্যু বাড়তে পারে। কমার কোনও সুযোগ নেই।’

সিদ্ধান্ত হয়েছে আগামী ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে বাফুফের একাডেমি দল অংশ নিবে, আমরা যেহেতু একটা একাডেমি চালাচ্ছি। ভবিষ্যতে পেশাদার লিগে যে খেলা হয় সেখানে ফেডারেশন কাপে তারা অংশ নিবে। তারা ভালো পারফরম্যান্স করলে বিভিন্ন ক্লাব তাদের দলে নিবে। সেই সুযোগ তৈরি করে দিচ্ছি আমরা। এছাড়া অনূর্ধ্ব ১২ই সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন