বিজ্ঞাপন

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানালেন ওপার বাংলার শিল্পীরা

August 28, 2019 | 3:30 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। গান আর গিটারের ছয় তারের খেলায় তিনি মাতিয়ে রাখতেন পুরো দেশের ব্যান্ড সংগীতের শ্রোতাদের। তিনি নেই, কিন্তু তার গানে এখনো মেতে থাকেন সেই শ্রোতারা।

বিজ্ঞাপন

আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয় বরং ওপার বাংলাতেও ছিল তুমুল। আইয়ুব বাচ্চুর লেখা ও সুর করা গান এবং গিটার বাদন পশ্চিম বঙ্গের ব্যান্ড শিল্পীদের কাছে অতি পরিচিত বিষয়।


আরও পড়ুন :  প্রথম ক্রাশের নাম বলতে গিয়ে লজ্জায় লাল কারিনা


সংগীতের কোনো জাতি ধর্ম বা সীমানা নেই। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিম বঙ্গের কয়েকজন গুণী শিল্পীরা যন্ত্রসংগীতে কাভার করেছেন আইয়ুব বাচ্চুর বিখ্যাত কিছু গান।

গানগুলোর মধ্যে রয়েছে ‘তারা ভরা রাতে’, ‘চলো বদলে যাই’, ‘রাপালী গিটার’।

বিজ্ঞাপন

অনলাইনে পুরো আয়োজনটির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আগস্টের মাঝামাঝি সময়ে। এতে সেতার বাজিয়েছেন সৌমাল্য চক্রবর্তী, স্টীল গিটারে ছিলেন বারিন দাস, কীবোর্ডে সায়ন্তন চ্যাটার্জী, আ্যকোওস্টীক গিটারে মৃন্ময় সান্যাল, কণ্ঠে মৃন্ময়, সায়ন্তন, বারিন, সংগীত প্রযোজনায় মৃন্ময় সান্যাল।

ভিডিওর লিংক:

বিজ্ঞাপন

 


আরও পড়ুন :  এলআরবি’র ভোকাল মিজান, স্বপন ছাড়া পুরনো কেউ নেই নতুন লাইনআপে


সারাবাংলা/পিএ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন