February 8, 2018 | 2:36 pm
সারাবাংলা ডেস্ক
দীর্ঘদিন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিংটা সামলেছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। তবে, এবার আর এই পেসারকে দলে রাখেনি মুম্বাই। চেনা ছন্দে না থাকায় আইপিএলে ১ কোটি রুপি ভিত্তি মূল্য থাকলেও বিক্রি হননি মালিঙ্গা, নিলামে অবিক্রিত থেকে যান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এবারের দলে নতুন করে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
ক্রিকেটার হিসেবে মালিঙ্গাকে না নিলেও মোস্তাফিজদের পরামর্শদাতা (মেন্টর) হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই।
মুম্বাইয়ের হেড কোচ হিসেবে আছের মালিঙ্গার জাতীয় দল সতীর্থ মাহেলা জয়াবর্ধনে। আর বোলিং কোচ হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার রবিন সিং। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন নতুন নিয়োগপ্রাপ্ত জেমস পামেন্ট। তাদের সঙ্গে অফিসিয়ালি প্রথমবারের মতো বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন মালিঙ্গা।
নিজের নতুন ভূমিকা প্রসঙ্গে মালিঙ্গা জানান, মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ সুযোগ। মুম্বাই হলো দেশের বাইরে আমার দ্বিতীয় ‘হোম’। গত এক দশকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। মেন্টর হিসেবে সেই মুম্বাই দলে ফিরতে পেরে দারুণ লাগছে। ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানো সময়গুলো অত্যন্ত উপভোগ করেছি। আশা করি মেন্টর হিসেবেও দিনগুলো দারুণ কাটবে। পরামর্শক হিসেবে নতুন অধ্যায় শুরুর জন্য আমি সামনে তাকিয়ে আছি।’
গত দশ মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে যাওয়া মালিঙ্গা এখনও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি। ১১০টি আইপিএল ম্যাচে ১৫৪টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার।
সারবাংলা/এমআরপি