বিজ্ঞাপন

কমছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় বগুড়ায় ভর্তি ১৫ জন

August 30, 2019 | 1:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নতুন ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যারা গত কয়েক সপ্তাহের তুলনায় কম।

বিজ্ঞাপন

বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৪ জন রোগী চিকিৎসাধীন।

এর মধ্যে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ৪৬ জন। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে তিনজন, টিএমএসএস হাসপাতালে পাঁচজন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সামছুন্নাহার ক্লিনিকে দুইজন, ইসলামী হাসপাতালে তিনজন, ডক্টরস ক্লিনিক-১ এ একজন, সিটি ক্লিনিকে একজন চিকিৎসাধীন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, গত ২০ জুলাই থেকে বগুড়ায় মোট ৮৭০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মোট ৮০৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন