বিজ্ঞাপন

‘টাকার অভাবে’ সেই প্রযুক্তি আনতে বিলম্ব হচ্ছে বাফুফের

August 30, 2019 | 11:09 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের মতো বড় চ্যালেঞ্জের সামনে একটা ফুটবল প্রযুক্তি চেয়েছে জাতীয় দল। সেই চাওয়া পূরণ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফগানিস্তান ম্যাচের আগে দেশের মাটিতেই প্রযুক্তি এনে সেটা ব্যবহার নিয়ে আশাবাদী হলেও আপাতত টাকার অভাবে প্রযুক্তি কিনে আনতে বিলম্ব হচ্ছে ফেডারেশনের।

বিজ্ঞাপন

তবে এ নিয়ে ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে আলোচনা করে কাল-পরশুর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়। তাজিকিস্তানে কন্ডিশনিং ক্যাম্প করার মধ্যেই প্রযুক্তি হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফেডারেশন।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সারাবাংলাকে জানান, ‘আমরা টাকার অভাবে সেটা এখনই আনতে পারছি না। গতকাল এ বিষয়ে ন্যাশনাল টিম কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। ব্যাপারটা এমন না যে টাকা পে করে দিলেই এক ঘণ্টার মধ্যে চলে আসবে। তবে যেভাবে কথা হয়েছে জেমি ডে’র সঙ্গে কথা বলে আমরা দ্রুতই সফটওয়্যারটা নিয়ে আসবো।’

১ সেপ্টেম্বর কন্ডিশনিং ক্যাম্প করতে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে জাতীয় দল। ৩ ও ৫ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১০ সেপ্টেম্বর আফগান বধে মাঠে নামবে জেমির শিষ্যরা। তার মধ্যেই প্রযুক্তি দলে অন্তর্ভুক্তি করতে চায় ফেডারেশন, ‘তাজিকিস্তানে থাকাকালীন ৫ বা ৭ তারিখের মধ্যে এই প্রযুক্তি হাতে পাবে জাতীয় দল। উপকারী হবে। যদি কিস্তির মাধ্যমে টাকাটা দেয়ার সুযোগ থাকে সেভাবেও পারলে এগুবো। আশা করছি দ্রুতই কাজটা হবে।’

বিজ্ঞাপন

প্রায় ১৩ হাজার ডলার (১০ লাখ টাকা) খরচ হবে প্রযুক্তি আনতে। সেটি ব্যবহারেও তেমন কোনও বিশেষজ্ঞ নেই বাংলাদেশ দলে। তবে, ‘স্পোর্টস কোড প্রযুক্তি’ ব্যবহারের অভিজ্ঞতা আছে একমাত্র কোচ জেমির। সে ব্যাপারে কোচ বলেন, ‘এ প্রযুক্তি ব্যবহার করেছি। অবশ্য এর সম্পূর্ণ উপযোগিতা পেতে এক বিশেষজ্ঞ দরকার আমাদের। যদিও সেটা এখনই সম্ভব হচ্ছে না। তাই আমরা নিজেরাই এটা নিয়ে কাজ করবো। আশা করছি প্রযুক্তির এলে সেটার সর্বোচ্চ উপযোগিতা ব্যবহার করবো।’

ফুটবলারদের কি নিয়ে কাজ করবে এই সফটওয়্যার?

এমন একটা প্রযুক্তি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের। প্রযুক্তির নাম দ্য ভিডিও অ্যানালিস্ট সফটওয়্যার নিয়ে কাজ করছেন সাইফের সহকারী কোচ আলেক্স ম্যাককার্থি। ইতোমধ্যে দলের খেলার উন্নয়নে এই প্রযুক্তি ব্যবহার শুরু করে দিয়েছে সাইফ। এই প্রযুক্তি কিভাবে কাজ করে এমন প্রশ্নে আলেক্স ম্যাককার্থি সারাবাংলাকে জানান, খেলার ভিডিওকে বিভিন্নভাবে ভাগ করে দেখায় এ প্রযুক্তি। কোথায় সমস্যা, কোথায় দুর্বলতা দেখিয়ে দেয় এই প্রযুক্তি। কোন খেলোয়াড় কোথায় অবস্থান নিবে, তার কি দায়িত্ব তারও সুপারিশ করবে এই প্রযুক্তি। ফুটবলকে আরও সহজ করবে এই প্রযুক্তি।’

বিজ্ঞাপন

এ জন্য ম্যাচের ভিডিওয়ের উপর নির্ভর করতে হয় এই প্রযুক্তির। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি নিয়ে কতটুকু কাজ করার সুযোগ আছে জানান এই ইংলিশ কোচ, ‘আপাতত মাইকুজো বা যে টেলিভিশনে ম্যাচ দেখানো হয় সেই ভিডিও বিশ্লেষণ করে এই সফটওয়্যার। তবে, বাংলাদেশে ম্যাচ ভিডিও যেখানে বল আছে শুধু সেখানে অবস্থানটা দেখা যায়। তাই এর বাইরে পেছনের ফুটবলারদের আচরণ কি হচ্ছে তা দেখাতে পারছে না এই প্রযুক্তি। উন্নত দেশের অনেক ক্যামেরা থাকায় বিশ্লেষণ করা সহজ হয়।’

আরও পড়ুন: সাইফ ক্লাবের আছে ‘বাংলাদেশের’ নেই!

সারাবাংলা/জেএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন