বিজ্ঞাপন

জেলে বসেই দল চালাবেন খালেদা, শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ

February 8, 2018 | 3:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে বসেই দল চালাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি সারাবাংলাকে বলেন, ‘ওয়ান ইলেভেনের সময়ও বিএনপি চেয়ারপারসন জেলে বসেই দল চালিয়েছেন। তিনি এবারও জেলে বসেই দল চালাবেন।’

খালেদার আইনজীবী বলেছেন, ‘চেয়ারপারসন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।’

তিনি বলেন, ‘তাকে কারাগারের গেট পর্যন্ত রেখে এলাম। তিনি স্বাভাবিক ছিলেন।’

বিজ্ঞাপন

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যারা দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন তারাই এখন দলকে দেখবেন। খালেদা জিয়া যা নির্দেশনা দেওয়া দরকার তা আগেই দিয়েছেন।

‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার তাকে শাস্তি দিয়েছে বলে’ মন্তব্য করেন ব্যারিস্টার মাহবুব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরান ঢাকার প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।

বিজ্ঞাপন

এছাড়া তারেক রহমানসহ এ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

একইসঙ্গে তারেক রহমানসহ অন্য আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ১৭১ হাজার ৬৭১ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। খালেদা জিয়ার সামাজিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাকে অর্থদণ্ড দেওয়া হয়নি ।

সারাবাংলা/একে/জেডএফ

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন