বিজ্ঞাপন

সড়কে শৃঙ্খলার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করছি: নৌ প্রতিমন্ত্রী

August 31, 2019 | 1:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছি, পদ্মাসেতুর মতো চ্যালেঞ্জে বিজয়ী হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সড়ক পরিবহনে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা অনেক দুর্বলতা লক্ষ করছি।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) দুপু‌রে রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় দেখতে গিয়ে নৌ প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

রাজধানীর বাংলামোটরে মঙ্গলবার ফুটপাতে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় পা হারান কৃষ্ণা রায়।

খালিদ মাহমুদ বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সুপারিশমালা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করার মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

বিজ্ঞাপন

কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘যদি রোগীর দিক থেকে বলি তাহলে ভালো না। ডাক্তারের দিক বললে বলব তারা সর্বাত্মক চেষ্টা করছে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিতে। শুধু এ ধরনের না। বাংলাদেশে এর থেকে জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। আশা করি, তাকে সুস্থ জায়গায় নিয়ে আসবেন তারা।

বিচারের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা যদি বিচারের প্রার্থনা করেন নিশ্চয় বিচার পাবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানে পথচারী থাকার কথা সেখানে এই ‍দুর্ঘটনা ঘটেছে। তা অবশ্যই আতঙ্কের বিষয়। সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, গাড়ির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কিনা কিংবা চালক সুস্থ ছিলেন কিনা সেটি তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনবেন।’

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে কর্নসান। আমরা তার চিকিৎসার জন্য, তদারকির জন্য, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করব।’

সারাবাংলা/এমএমএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন