বিজ্ঞাপন

সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

August 31, 2019 | 2:51 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরা হলেন, আবু সালেহ ইমু (২২) ও সফিকুল ইসলাম সাইফ (৩১)।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী ও বইসহ বিভিন্ন প্রচার সামগ্রী জব্দ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালের দিকে তাদের গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন র‌্যাব-২ এর (সিপিসি কমান্ডার-৩) অপারেশন কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

ফারুকী বলেন, ‘আবু সালেহ ইমু বরিশাল বিএম কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আর সফিকুল ইসলাম সাইফ ওই কলেজেরই একজন শিক্ষক। তাদের দুজনের বাড়ি বলিশালের বানারিপাড়ায়। শনিবার সকালে সদর লঞ্চ টার্মিনালে নামলে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে অবস্থান নেওয়া র‌্যাবের দল তাদের আটক করা হয়।’

বিজ্ঞাপন

এরা দুজনই জঙ্গি সংক্রান্ত ওয়েব সাইড উম্মাহ নেটওয়ার্ক ও ইবাদহ ডটকমের পরিচালনাকারী। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই পুলিশ সুপার।

সারাবাংলা/ইউজে/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন