বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা

August 31, 2019 | 9:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল-সবুজের যুবাদের নেতৃত্বে থাকছেন আকবর আলী। আর তার সহকারী হিসেবে থাকবেন তৌহিদ হৃদয়।

বিজ্ঞাপন

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

১৫ সদস্যের দলে যারা আছেন— আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ আহমেদ তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, অনিক সরকার, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, শাহাদাত হোসেন, , রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, মিনহাজুর রহমান মোহনা ও আশারাফুল ইসলাম সিয়াম।

স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে- হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল।

বিজ্ঞাপন

এশিয়া কাপে গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

আর গ্রুপ ‘এ’ তে শক্তিশালী ভারত মোকাবিলা করবে পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতকে।

৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে লাল সবুজের যুবারা। ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ নেপাল। ১০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

সেমি ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৪ সেপ্টেম্বর।

সারাবাংলা/এমআরএফ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন