বিজ্ঞাপন

ফিদে রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সোহেল

September 4, 2019 | 8:09 pm

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯, অনূর্ধ্ব-২১০০ রেটিং এ তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন।

বিজ্ঞাপন

সাড়ে সাত পয়েন্ট নিয়ে শাহিন চেস ক্লাবের মোঃ মাসুম হোসেন রানার-আপ হয়েছেন। ৭ পয়েন্ট করে নিয়ে মীর চেস ক্লাবের শওকত বিন ওসমান শাওন তৃতীয়, যোয়ার হক প্রধান চতুর্থ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মোঃ সুলতান আহমেদ সজিব পঞ্চম, তিতাসের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন লাভলু ষষ্ঠ, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জের মোহাম্মদ এনায়েত হোসেন সপ্তম ও মোঃ আনিসুজ্জামান মল্লিক অষ্টম স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে নবম হতে ষোড়শ স্থান লাভ করেন যথাক্রমেঃ শাহিন চেস ক্লাবের শেখ রাশেদুল হাসান, বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ সাগর, একসেস চেস ক্লাবের মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের আব্দুল মোমিন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ মঞ্জুর আলম, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাব উদ্দিন আহমেদ, নিউ নেশন চেসক্লাব, ফেঞ্চগঞ্জের মোঃ আসিফুর রহমান ও লার্নিং চেস ক্লাবের মোঃ মনিরুজ্জামান মাসুদ।

বুধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সোহেল সজিবকে, মাসুম ফিদে মাস্টার লাভলুকে, এনায়েত আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, যোয়ার মোঃ নুরুল ইসলাম, আনিস সৈয়দ আব্দুল জাকেরকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাব মোহাম্মদ সেলিমকে, মোমিন আব্দুল্লাহ আল রাইসনকে, আসিফ মিহির লাল দাসকে ও মঞ্জুর মোঃ আতাউর রহমানকে পরাজিত করেন।

বিজ্ঞাপন

এছাড়া, শাওন সাগরের সাথে, রাশেদ শফিকের সাথে ও মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল এ, বি, বাপ্পীর সাথে ড্র করেন। মাসুদ এ, কে, এম, কামরুজ্জামানের বিরুদ্ধে ওয়াক-ওভারর পান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন